২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একাধিক দফায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কিছু অংশের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শিকার হওয়া অনেকের মধ্যে নারী শিক্ষার্থীরাও ছিলেন, যাদের উদ্দেশ্য করে আক্রমণ আরও তীব্র ছিল।
আহতদের একজন নারী শিক্ষার্থীর রক্তাক্ত মুখের একটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এ ছবিতে ছাত্রলীগের বর্বতার চিত্র তুলে ফুটে ওঠে এবং এটি দেশজুড়ে মানুষের মনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ছাত্রলীগের হামলায় রক্তাক্ত ওই শিক্ষার্থীর নাম সানজিদা আহমেদ তন্বি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি এখন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন সানজিদা আহমেদ তন্বি। দুই দিন আগে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রায় আপনাদের দোয়া, আশীর্বাদ, ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।’
আজ শনিবার রাতে আরেকটি পোস্ট দিয়েছেন তন্বি। এই পোস্টে তিনি ডাকসুর ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে নির্বাচন করার কথা জানিয়েছেন।