বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো কিছু অর্জন করতে হলে স্পষ্ট লক্ষ্য ও সুপরিকল্পিত চিন্তাভাবনার প্রয়োজন। তিনি বলেন, “৫২ বছর ধরে আমরা ক্ষমতা পরিবর্তনের কোনো কার্যকর ব্যবস্থা করতে সক্ষম হইনি। হঠাৎ করেই সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। কার্যক্রমে সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ ছাড়া সফলতা আসবে না।” শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল আরো বলেন, ‘আমাদের কাঠামোটা সংস্কার করা দরকার। কাঠামোটা বদলাতে হবে। গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
আমরা লাগাব বেগুন গাছ, আসা করব কমলালেবু তা তো হবে না। আমাদের সিস্টেমটা পরিবর্তন করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সংকটের অন্যতম কারণ হলো দুর্নীতি। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি।
ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে গেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সংসদ সদস্যদের আইন প্রণয়ন করার কথা। সেই জায়গায় তিনি কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে তা নিয়ে পড়ে থাকেন।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে এবার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের সমাজে যে বৈষম্য, শোসন— এগুলো ঠিক করার একটা সুযোগ তৈরি হয়েছে।
রাজনৈতিক দলের আন্তরিকতা প্রয়োজন। এই সুযোগটা ব্যবহার করে আমরা আমাদের যেন লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারি।’