পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, একাত্তরের অমীমাংসিত বিষয় ইতোমধ্যেই সমাধান হয়েছে এবং পাকিস্তানের দাবি এ ব্যাপারে সরকারের সঙ্গে একমত নয়। রোববার রাজধানীর এক হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একাত্তরের অমীমাংসিত ইতোমধ্যেই সমাধান হয়েছে পাকিস্তানের এমন দাবির সঙ্গে একমত নয় ঢাকা। সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো সমাধান দুই পক্ষই আন্তরিক। এ নিয়ে আলোচনা অব্যহত রাখার আশ্বাস ঢাকা ইসলামাবাদের ।
মো. তৌহিদ হোসেন বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ। অমীমাংসিত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য শিক্ষা কৃষিসহ নানা খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে প্রত্যাবাসন ইস্যুতে পাকিস্তানের সমর্থন চাওয়া হয়েছে। সার্কসহ বিভিন্ন বহুপাক্ষিক আঞ্চলিক ফোরাম নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাধারন নাগরিকদের একদিনের মধ্যে পাকিস্তান ভিসা দেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।