বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। রোববার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই চুক্তিগুলো স্বাক্ষর করেন।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষেয়ে একটি চুক্তি সই হয়েছে। এছাড়া, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংক্রান্ত জয়েট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা সই, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে তিন বছর মেয়াদি সংস্কৃতি বিনিময় সমঝোতা সই, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের সরকারি বার্তাসংস্থার মধ্যে সমঝোতা এবং দুই দেশের গবেষণা সংস্থার মধ্যে সমঝোতা।
একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো এরইমধ্যে পাকিস্তান সমাধান করেছে বলেও দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
এরআগে দুই দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। এরপর তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।