বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন। বিষয়টি দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান নিশ্চিত করেছেন।
শায়রুল কবীর খান জানান, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে যান। দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেন আপোষহীন এই নেত্রী।