ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শহরে ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের সামরিক তৎপরতা শুরু হয়েছে এবং গাজা সিটিকে আনুষ্ঠানিকভাবে “যুদ্ধক্ষেত্র” হিসেবে ঘোষণা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) পোস্টে লিখেছেন, “আমরা আর অপেক্ষা করছি না। গাজা সিটিতে পূর্ণ শক্তি নিয়ে অভিযান শুরু হয়েছে এবং এখন থেকে এটি একটি যুদ্ধক্ষেত্র।”
এক মাস আগে আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজায় সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত সীমিত সময়ের জন্য ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছিল ইসরায়েল। ওই সময়ে কিছু ত্রাণ ঢুকতে পারলেও, নতুন ঘোষণার ফলে গাজা সিটিতে আর কোনো বিরতি বা মানবিক করিডোর চালু হবে না বলে জানিয়েছে তারা।
ইসরায়েলি সেনারা আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন স্থানে আকাশ ও স্থল থেকে বোমাবর্ষণ চালাচ্ছে। শহরটির উপকণ্ঠে ট্যাংক মোতায়েন করার পাশাপাশি, বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য নতুন করে ৬০ হাজার রিজার্ভ সেনা জড়ো করেছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা বোমাবর্ষণের কারণে অনেক মানুষ শহরের পূর্বাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছেন। মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।
সূত্র: আলজাজিরা