বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ইতিহাস সৃষ্টি করেছেন। প্যারিসে অনুষ্ঠিত লুই ভুইতো পুরস্কার ২০২৫–এ তিনি প্রথম ভারতীয় হিসেবে জুরি সদস্যের আসনে অভিষিক্ত হয়েছেন। লাল গালিচায় তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে, পাশাপাশি স্বামী রণবীর সিং আবারও প্রমাণ করেছেন কেন তিনি দীপিকার সবচেয়ে বড় সমর্থক।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, দীপিকা এ দিন হাজির হন একেবারে প্যারিসিয়ান লুকে। হলুদ ও বাদামি প্রিন্টের সিল্ক শার্টের সঙ্গে গ্ল্যামারাস সোনালি মিনি স্কার্ট, যার নিচে ঝুলছিল লম্বা ফ্রিঞ্জ ডিটেইল। সোনালি কানের দুল, কালো হ্যান্ডব্যাগ আর হাই হিলের সঙ্গে মানানসই খোপায় বাঁধা চুল ও ন্যাচারাল মেকআপে দীপিকা যেন নিখুঁত ফ্যাশন আইকন।
ইভেন্ট শেষে দীপিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, সকল বিজয়ীকে অভিনন্দন। আমি অপেক্ষা করতে পারছি না আপনাদের জাদু বিশ্ব দেখবে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। আর সেই পোস্টেই অভিনেত্রীর স্বামী বলিউড অভিনেতা রণবীর মজা করে কমেন্ট করেন হট মামা সঙ্গে ফায়ার ইমোজি।
প্রসঙ্গত, দীপিকা ও রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন আগামী ৮ সেপ্টেম্বর এক বছরে পা দেবে। দম্পতির প্রেমকাহিনি শুরু হয়েছিল সঞ্জয়লীলা বানশালীর গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা সিনেমার সেটে। পরে বাজিরাও মস্তানি–তে আবারও জুটি বাঁধেন। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন তারা।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘সিংহম অ্যাগেইন’–এ রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা। শুটিং চলাকালীন সময়ে তিনি সন্তানসম্ভবা ছিলেন, যা রণবীর নিজেই জানান। অন্যদিকে সামনে সামনে দীপিকাকে দেখা যাবে আতলির পরিচালনায় অ্যালু অর্জুন ও ম্রুনাল ঠাকুরের সঙ্গে নতুন প্যান–ইন্ডিয়া অ্যাকশন থ্রিলার সিনেমায়। অন্যদিকে রণবীরের হাতে রয়েছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ফিল্ম ধুরন্ধর, যা ডিসেম্বরের ৬ তারিখ মুক্তি পাবে। এরপর তাকে দেখা যাবে ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ‘ডন থ্রি’ সিনেমায়।