রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় বাড়িটি ঘিরে ফেলে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা এবং পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানকালে কোচিং সেন্টার থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, একটি কার্তুজ, তিন বক্স ইয়ারগান শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ অন্যান্য বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে তারা পুলিশকে হস্তান্তর করলে বিস্তারিত জানা যাবে।