ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডাকসু নির্বাচনকে যে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তিনি দায়িত্ব থেকে সরে গিয়ে সবাইকে স্পষ্টভাবে জানাবেন কে কী করেছে।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ড. নিয়াজ আহমদ খান বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে।