যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের কোয়াড সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের ভ্রমণ বাতিল করেছেন, এমন তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মোদীকে জানিয়েছিলেন, চলতি বছরের পরের দিকে তিনি ভারতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন। কিন্তু এখন সেই ভ্রমণের কোনো সূচি আর নেই।
টাইমসের প্রতিবেদনে উদ্ভূত উত্তেজনার মূল কারণ হিসেবে ২০২৩ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের চার দিনের সংঘাতের পর ট্রাম্পের দাবি উল্লেখ করা হয়েছে, যে তিনি সরাসরি হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। ভারত এ দাবি প্রত্যাখ্যান করেছে।
জুনে কানাডার জি৭ সম্মেলনে উভয় নেতা একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে ট্রাম্প-মোদীর বৈঠক হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প আগেভাগে দেশে ফিরে যাওয়ায় তা হয়নি। পরে ১৭ জুন দুই নেতা ৩৫ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প তার দৌড়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া প্রসঙ্গে মোদীকে ইঙ্গিত দেন। মোদী স্পষ্টভাবে জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি সম্পর্ক নেই।
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোনালাপ এবং নোবেল শান্তি পুরস্কার নিয়ে মতবিরোধ দুই নেতার মধ্যে সম্পর্ক তিক্ত করার বড় কারণ হিসেবে দেখা দিয়েছে। এছাড়া বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত উত্তেজনা ট্রাম্প-মোদীর সম্পর্ককে আরও জটিল করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এসব মিলিত প্রভাবেই ট্রাম্প ভারতের সফর বাতিল করেছেন। আগামী কোয়াড সম্মেলন এখনও অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ট্রাম্পের সরাসরি উপস্থিতি আর নেই।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস