রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। ঘটনার পর নিউমার্কেট ও আশপাশের এলাকায় ব্যাপক উৎকণ্ঠা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহল দিচ্ছেন। তবে সংঘর্ষের প্রকৃত কারণ জানাতে পারেনি কেউ। স্থানীয়রা জানান, হঠাৎ করেই সংঘর্ষে জড়ি পড়েন শিক্ষার্থীরা। ওসি জানান, সংঘর্ষের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই জানতে পারেনি পুলিশ। ওসি জানান, ঢাকা কলেজ…
Author: admin
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে সব রাজনৈতিক দল আপিল বিভাগে পৃথকভাবে আবেদন করেছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার, ২৬ আগস্ট, দিন ধার্য করেছেন আদালত। আইনজীবী শিশির মনির এদিন আপিল বিভাগকে বলেন, সামনে কোর্টে বড় ছুটি থাকবে, কিন্তু একটা বিষয়ে সমাধান প্রয়োজন। সেটি হলো তত্ত্বাবধায়কের রিভিউ শুনানি এখনও শেষ হয়নি। এটা লিস্টে এলেও শুনানি হয়নি। পরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, আমরা তো সর্বোচ্চ লিভ দিতে পারব শুনানি শেষ করতে পারব না। এ সময় আইনজীবী শিশির মনির বলেন, ‘মাই লর্ড, এটা দিলেই আপাতত কাজ হবে কিছুটা।’ একপর্যায়ে আগামী ২৬ আগস্ট এ বিষয়ে শুনানির…
হাতি সংরক্ষণের জন্য তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা অত্যন্ত জরুরি—মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ১২টি হাতির মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির জটিলতা নির্দেশ করে। বুধবার (২০ আগস্ট) বন ভবনে বিশ্ব হাতি দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাতির উপযোগী গাছ লাগানো, করিডোর চিহ্নিত করে মুক্ত রাখা, জরিপের মাধ্যমে হাতির সঠিক সংখ্যা নির্ধারণ এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। ক্যাপটিভ হাতি নিয়ন্ত্রণ, গ্রামীণ জনগণকে সচেতন করা এবং…
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের দল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকার কারণে আমাদের এখনও কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর যৌথ উদ্যোগে বুধবার (২০ আগস্ট) থেকে এই অভিযান শুরু হয়েছে, যা চলবে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত। এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার…
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে সরবরাহ করার অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দুই কর্মীর বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। বিমানের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, একেকটি চাকার দাম ৫ থেকে ১৫ হাজার ডলার। এ হিসেবে বিমানের কর্মীরাই প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দিয়েছেন। তিনি জানান, এসব চাকা ব্যবহার করা হয়েছিল এবং এগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ রাখা ছিল। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে। গত সোমবার বিমানবন্দর থানায়…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নিজেদের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্যানেল অনুযায়ী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে শেখ তানভীর বারী হামীম। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর আল হাদি মায়েদ। বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন। প্যানেলে আরও আছেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত…
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো চ্যালেঞ্জের মধ্যেই আমাদের একটি সুস্থ, সবল ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠানে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আমরা সবাই আজ একত্রিত হয়েছি। গুরুত্বপূর্ণ বলছি এ কারণে যে, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ দরকার। দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ…
ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ১৭ শিশুসহ অন্তত ৭১ জন আরোহী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাসটির সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। হেরাত প্রদেশের পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। ‘অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার’ কারণে দুর্ঘটনাটি ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে বিপুল সংখ্যক অভিবাসীকে নির্বাসিত করা হচ্ছে। এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা…
দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এসময় সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, ‘দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই…