মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন গঠিত প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত একটি অনুষ্ঠানের সময় উত্তেজনা তৈরি হওয়ায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং কিছু আওয়ামী লীগ নেতা রয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী ‘৭১ প্রজন্ম মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। তিনি জানান, আটকদের শাহবাগ থানায়…
Author: admin
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবির সমর্থনে আগারগাঁও মোড় অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের জন্য আগারগাঁও মোড়ে অবস্থান নেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া; এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা। এর আগে, কৃষিবিদদের পেশাগত…
রাশিয়া প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ এইডসের (অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম) প্রতিরোধে টিকা তৈরির উদ্যোগ নিয়েছে। গবেষণা সফল হলে এটিই হবে বিশ্বের প্রথম কার্যকর এইডস টিকা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানায়, দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা উদ্ভাবনের কাজ শুরু করেছে। গবেষণার অগ্রগতি অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আনার সম্ভাবনা রয়েছে। গামালিয়া সেন্টারের মহামারিবিদ্যা (এপিডেমিওলজি) বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, টিকাটি তৈরি করা হবে সর্বাধুনিক এমআরএনএ (mRNA) প্রযুক্তি ব্যবহার করে। এমআরএনএ (ম্যাসেঞ্জার রাইবো-নিউক্লিয়িক এসিড) প্রযুক্তিতে সরাসরি ভাইরাস ব্যবহার করা হয় না। বরং ভাইরাসের নির্দিষ্ট একটি প্রোটিন বা জেনেটিক…
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ২২টি দলকে মাঠ পর্যায়ে যাচাই-পরীক্ষার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, এসব দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম এবং অফিসের অস্তিত্ব সরেজমিনে যাচাই করা হবে। তদন্তের প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে কমিশনে জমা দিতে হবে। সোমবার (২৫ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তারা নির্ধারিত চেকলিস্ট পূরণ করে সকল কাগজপত্রে পৃষ্ঠা নম্বর দিয়ে সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। এরপর…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ কালো টাকা ব্যবহার করতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, যেকেউ যদি কালো টাকা ছড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, “নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। কেউ আইনের ফাঁকফোকর দিয়ে অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদকসহ অন্যান্য সরকারি সংস্থাও মাঠে তৎপর থাকবে।” তিনি আরও বলেন, “নির্বাচনের সময় সাধারণত টাকা-পয়সার লেনদেন বেড়ে যায়। ভোটার কেনাবেচার প্রবণতাও দেখা যায়। এতে দুটি দিক থাকে—ডিমান্ড…
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহের মধ্যে ২২ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়। দেশটির কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৬ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২০ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ভবনে প্রবেশের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় কর্মী-সমর্থক ওই সময়ে তাকে হেনস্তার চেষ্টা করেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায়। সেদিন কনস্যুলেট কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম ঢোকার সময় কনস্যুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কর্মী ও সমর্থক বিক্ষোভ করেন। এ সময় তারা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়েন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান…
আট বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যায়নি। এই পরিস্থিতিতে মানবিক সহায়তার তহবিল হ্রাস পাওয়ায় রোহিঙ্গাদের আত্মনির্ভরশীল করার এবং ভবিষ্যতে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছে ঢাকায় অবস্থানরত ১১টি দেশের কূটনৈতিক মিশন। সোমবার (২৫ আগস্ট) কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিদাতা মিশনগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, ব্রিটিশ হাইকমিশন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড। ‘আট বছর আগে মিয়ানমারের সেনা অভিযানের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়’- উল্লেখ করে যৌথ বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসনের কোনো…
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) বেলা ২টা ২৫ মিনিটে তাকে আদালতে হাজির করে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়। পরে বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এদিকে এ মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা বেসরকারি টিভি…
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন, তিনি তাঁর বেঁচে থাকার সাংবিধানিক অধিকার সংরক্ষণ করতে চান। সোমবার হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। ফজলুর রহমান বলেন, ‘৬১ বছর ধরে রাজনীতি করছি। এই দেশে আমার বেঁচে থাকার সাংবিধানিক অধিকার রয়েছে। এখন সেই অধিকারে বাধা সৃষ্টি হচ্ছে। বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্স থেকে কিছু ইউটিউবার আমাকে হত্যার অর্ডার দিয়েছে। জামায়াতের কিছু লোকও গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। ছেলেরা যেভাবে স্লোগান দিচ্ছে, এতে আমি মৃত্যুর আশঙ্কা করছি। মৃত্যুকে ভয় পাই না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়।’ দেশের মানুষকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘এই দেশের স্বাধীনতার জন্য আমি যুদ্ধ করেছি। ৫৪…